ICO Drops – Crypto Project Listings ICO Drops – Active & Upcoming Projects ...
ধীরে ধীরে প্রযুক্তি আমাদেরকে করে তুলছে উচ্চাকাঙ্ক্ষী। বছর চারেক আগেও মোটাসোটা বেজেলের স্মার্টফোন আমাদের কাছে দারুণ লাগত। এখন বেজেল মানেই যেন রাজ্যের বিরক্তি আর আক্ষেপ!
বর্তমান সময়ে কোম্পানিগুলো বেজেলের পরিমাণ কমাতে কমাতে এমন একটা পর্যায়ে নিয়ে এসেছে যে, আমাদের এখন বেজেলটা ভালই লাগেনা! সেই ভাল না লাগাকে প্রাধান্য দিয়ে এলজি প্রকাশ করতে যাচ্ছে সত্যিকার অর্থেই ফুলস্ক্রিন বা ট্রুলি বেজেললেস ডিসপ্লে।
মিডিয়াতে সাম্প্রতিক খবরগুলোয় দেখা গিয়েছে এলজির কিছু প্রস্তাবিত ডিজাইন। যেখানে রাউন্ডেড কর্ণারের একটি এবং এক পাশে এজ বা কার্ভড করা একটি ডিসপ্লে প্যানেল, যার পুরোটাই ডিসপ্লে এবং মাঝখানে ছোট্ট একটি ডিম্বাকৃতির শেপ।

ধারণা করা হচ্ছে ডিসপ্লের নিচে ওই শেপ এর জায়গায় কোনভাবে ঢাকা থাকবে ক্যামেরা। প্রয়োজনমত সেটা সরে গিয়ে জানান দিবে নিজের অস্তিত্ব। এই প্রযুক্তি বাস্তবায়ন হলে, স্মার্টফোন হিসেবে আমরা হাতে পাবো শুধু একটা ডিসপ্লে! যা সত্যিকার অর্থেই অসাধারণ একটি অভিজ্ঞতা হবে!
No comments
Post a Comment