ICO Drops – Crypto Project Listings ICO Drops – Active & Upcoming Projects ...
চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে তাদের নতুন প্রসেসর নিয়ে কাজ করছে। সম্প্রতি কিরিন ৯৮০ প্রসেসরের সফলতার পর প্রতিষ্ঠানটি পরবর্তী চিপ তৈরির জন্য কাজ করছে। আগামী বছরের শুরুর দিকে হুয়াওয়ের এই নতুন প্রসেসরের দেখা পাওয়া যাবে। কিরিন ৯৯০ প্রসেসরটি হবে আগের তুলনায় উন্নত ও আরও বেশি শক্তিশালী ।
চীনের প্রযুক্তি বিষয়ক গণমাধ্যম গিজমো চায়নাতে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানা যায় । তবে হুয়াওয়ে অফিসিয়ালভাবে কিছু জানায় নি । প্রতিবেদনে জানা গেছে, কিরিন ৯৯০ প্রসেসর ৭ ন্যানোমিটার চিপসেটে তৈরি হতে পারে। এটি “Balong 5000” ৫জি মোডেমের সাথে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে এবং এটিই হুয়াওয়ের প্রথম ৫জি সম্বলিত চিপসেট হতে পারে।

কিরিন ৯৮০ এর তুলনায়, এটিতে ১০ শতাংশ কম ব্যাটারি ব্যয় হবে ফলে বেশি ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। এছাড়া এটি পারফর্মেন্সের দিক থেকেও এগিয়ে থাকবে।
কিরিন ৯৯০ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করছে হুয়াওয়ে। প্রতিটি পরীক্ষায় প্রায় ২০০ মিলিয়ন ইউয়ান (২৪০ কোটি ৮০ লাখ টাকা) বিনিয়োগের প্রয়োজন হচ্ছে প্রতিষ্ঠানটির ।
ইতোমধ্যে কিরিন ৯৮০ প্রসেসর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ সাথে প্রতিযোগিতায় এগিয়ে আছে। আনটুটু বেঞ্চমার্কে কিরিন ৯৮০ স্কোর করেছিল ৩ লাখ ৫০ হাজার যেখানে স্ন্যাপড্রাগন ৮৪৫ স্কোর তিন লাখও ছুঁতে পারেনি। নতুন প্রসেসরটি বাজারে আসলে কোয়ালকমের সাথে টেক্কা দিয়ে প্রতিযোগিতায় আরও এগিয়ে যাবে হুয়াওয়ে।
No comments
Post a Comment