ICO Drops – Crypto Project Listings ICO Drops – Active & Upcoming Projects ...

অ্যাপেল মিউজিক এবং Spotify এর সাথে প্রতিযোগিতা করার জন্য গুগল তার ইউটিউব রেড কে ইউটিউব প্রিমিয়াম নামে এর নামকরণ করতে যাচ্ছে।
গুগল আগামী সপ্তাহে ইউটিউব এ মিউজিক স্ট্রিমিং সার্ভিস চালু করবে।একটি ব্লগ পোষ্টের মাধ্যমে জানানো হয়েছে এই সার্ভিসে প্লেলিস্ট তৈরির ব্যাবস্থা থাকবে। তবে এ ফিচার আপনাকে বিনে পয়সায় দিচ্ছে না আমাদের প্রিয় গুগল মামা। ইউটিউব মিউজিক প্রিমিয়াম এর জন্য মাসে আপনাকে খরচ করতে হবে $ 9.99 ইউএস ডলার ।
যাদের এখন গুগল প্লে মিউজিক এ সাবস্ক্রাইব করা আছে এটি তাদের জন্য বিভ্রান্তিকর হতে পারে। যারা প্লে মিউজিক গ্রাহক তারা ইউটিউব মিউজিক প্রিমিয়াম ব্যাবহার করতে পারবেন, যদিও এতে কিছু সময় লাগতে পাড়ে।
গুগলের ঘোষনা অনুসারে ইউটিউব রেড এর নতুন নাম ইউটিউব প্রিমিয়াম। গুগল ইউটিউব রেড সার্ভিস চালু করে ২০১৫ সালে কিছু চলচ্চিত্র এবং টিভি সিরিজ দিয়ে ।
তবে ইউটিউব প্রিমিয়াম এর জন্য প্রতি মাসে $ 11.99 খরচ হবে যা ইউটিউব রেড চেয়ে প্রতি মাসে $ 2 বেশি । কারণ এটিতে ইউটিউব মিউজিক এর পাশাপাশি থাকছে আরো কিছু ফিচার।
ইউটিউব এর প্রোডাক্ট ম্যানেজার Elias Roman ইউটিউব এর কর্পোরেট ব্লগেইউটিউব রেড এর বর্তমান সাবস্ক্রিপশন কারীদের উদ্দেশ্যে লিখেছেন-
যদি আপনি ইতিমধ্যেই ইউটিউব রেড সদস্য হন তবে চিন্তা করবেন না, আপনি এখনও আপনার বর্তমান মূল্যতেই ইউটিউব প্রিমিয়াম উপভোগ করবেন।
ইন্ডাস্ট্রি রিসার্চ অ্যান্ড বিশ্লেষণ ফার্ম মিউজিক Watch এর ম্যানেজিং Russ Crupnick বলেন,
Apple এবং Spotify কে টেক্কা দিতে এটি গুগল এর একটি প্রচেষ্টা
Russ Crupnick আরো বলেন,গান শুনা বা ভিডিও দেখার জন্য ইউটিউব এ যান ,তাদের সংখ্যা গণনা করলে দেখা যাবে বছরে প্রায় ১৩০ মিলিয়ন ব্যবহারকারী রয়েছে।
ইউটিউব এ একটি আলাদা লাইভ-টিভি সাবস্ক্রিপশন রয়েছে ইউটিউব টিভি নামে পরিচিত, যার জন্য মাসে ৪০ ডলারে খরচ করতে হবে। ইউটিউব টিভি ইউটিউব রেড এর (এখন ইউটিউব প্রিমিয়াম) সাবস্ক্রিপশন অন্তর্ভুক্ত নয়, তবে উভয়ই বর্তমানে ইউটিউবরেড এর মুল শো-গুলিতে অ্যাক্সেস অফার করে।
যদিও ইউটিউব গুগল এর অংশ, তবুও ইন্টারনেট জায়ান্ট তার অনলাইন ভোক্তা সেবাকে যুক্তিযুক্ত করার জন্য কাজ করছে, যা বিভিন্ন ভাবে গুগল, ইউটিউব এবং এন্ড্রয়েড ব্র্যান্ডগুলির অধীনে দেওয়া হয়েছে।
ইউটিউব মিউজিক মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং মেক্সিকোতে মঙ্গলবার শুরু করা হয়েছে। দক্ষিণ কোরিয়া শুধুমাত্র ইউটিউব প্রিমিয়াম পাবে।
No comments
Post a Comment