ICO Drops – Crypto Project Listings ICO Drops – Active & Upcoming Projects ...
অ্যাপল মানেই প্রযুক্তিপণ্যে নতুনত্বের ছোঁয়া। নতুনত্বের এই স্বাদ পেতে অ্যাপল ফ্যানদের অপেক্ষা করতে হয় দীর্ঘসময়। প্রতি বছরই শেষের দিকে বাজারে আসে অ্যাপলের নতুন পণ্য। তাই এইসময়টায় অ্যাপল ভক্তদের প্রত্যাশা থাকে একটু বেশিই।
৩০-১০-২০১৮ তারিখ, মঙ্গলবার ব্রুকলিনে অনুষ্ঠিত হয় “অ্যাপল স্পেশাল ইভেন্ট ২০১৮”। অনুষ্ঠানের উপস্থাপনা করেন অ্যাপলের প্রধান কার্যনির্বাহী টিম কুক সহ আরো অনেকেই। টানা দুই ঘণ্টা বিভিন্ন পন্য লঞ্চ করার মধ্য দিয়ে আয়োজনের পর্দা নামে। উন্মোচিত হলো ম্যাকবুক এয়ার ২০১৮, ম্যাক মিনি এবং আইপ্যাড প্রো।

অ্যাপল ঘোষণা করে তাদের নতুন আইপ্যাড প্রো, ম্যাক মিনি ও ম্যাকবুক এয়ার। দেখাগেলো বেশিরভাগ পণ্যের বৈশিষ্টগুলো এদের পূর্ববর্তী সংস্করণ এর মতই।
নতুন আইপ্যাড প্রো তে আছে আগের তুলনায় স্বল্প বেজেল এবং এরই সাথে বিদায় হয়ে গেলো হোম বাটনের। আরো থাকছে ইউএসবি টাইপ সি কানেকশন, ২৬৪ পিপিআইয়ের ডিসপ্লে এবং নতুন ডিজাইনের অ্যাপল পেনসিল। তবে এটিই প্রথম কোন আইপ্যাড যাতে ফেইস আনলক সুবিধার দেখা পাওয়া যাবে।
এর অন্যতম আকর্ষণ হচ্ছে এটি দিয়ে আপনি আপনার আইফোন কেও চার্জ করতে পারবেন!
নতুন আইপ্যাড প্রো তে আছে আগের তুলনায় স্বল্প বেজেল এবং এরই সাথে বিদায় হয়ে গেলো হোম বাটনের। আরো থাকছে ইউএসবি টাইপ সি কানেকশন, ২৬৪ পিপিআইয়ের ডিসপ্লে এবং নতুন ডিজাইনের অ্যাপল পেনসিল। তবে এটিই প্রথম কোন আইপ্যাড যাতে ফেইস আনলক সুবিধার দেখা পাওয়া যাবে।
এর অন্যতম আকর্ষণ হচ্ছে এটি দিয়ে আপনি আপনার আইফোন কেও চার্জ করতে পারবেন!
তারপর ২০১৪ সালের পর প্রায় দীর্ঘ ৪ বছর পর আপডেট হলো ম্যাক মিনি ডেস্কটপ কম্পিউটারের। নতুন ম্যাক মিনিতে আছে ইন্টেল এর ৮ম প্রজন্মের প্রসেসর যেটির ব্যবহার শুরু হয় গতবছর থেকে। থাকছে চার কোর এবং ছয় কোরের দুটি সংস্করণ।

এর সাথে সর্বোচ্চ ৬৪ জিবি র্যামের সুবিধা এবং ২ টেরাবাইট সলিড স্টেট স্টোরেজ অপশন। এছাড়াও এতে রয়েছে গিগাবিট ইথারনেট সুবিধা,চারটি থান্ডারভোল্ট ৩ পোর্ট, একটি এইচডিএমআই ও দুটি ইউএসবি টাইপ এ পোর্ট। আমার আপনার কাছে খুব একটা বড় পরিবর্তন না মনে হলেও অ্যাপল দাবি করছে তাদের এই ম্যাক মিনি আগের সকল প্রজন্মের চেয়ে প্রায় ৫ গুণ বেশি দ্রুত কাজ করবে।
অ্যাপল এর এই ম্যাক মিনির মূল্য শুরু হবে ৮০০ মার্কিন ডলার থেকে।
অ্যাপল এর এই ম্যাক মিনির মূল্য শুরু হবে ৮০০ মার্কিন ডলার থেকে।
আইপ্যাড প্রো ও ম্যাক মিনির পাশাপাশি অ্যাপল জানান দেয় তাদের ম্যাকবুক এয়ার ২০১৮ সম্পর্কেও। অ্যাপলের এই নোটবুকটিতে থাকছে ১৩’৩ ইঞ্চির রেটিনা ডিসপ্লে। এই ম্যাকবুকটিকে আগের ম্যাকবুকগুলোর চাইতে চারগুণ বেশি ভালো ডিসপ্লে রেজুলেশন পাওয়া যাবে বলে দাবি করছে অ্যাপল। এই ম্যাকবুকটি তৈরি হয়েছে সম্পূর্ণ অ্যালুমিনিয়াম দিয়ে এবং এর ডিসপ্লের চারদিকে আছে খুবই অল্পমাত্রার বেজেল। নতুন ম্যাকবুকটি মাত্র ১.২৪ কেজি ওজনের যা আগের যে কোনো ম্যাকবুকের চাইতে প্রায় ১৭গুণ ছোট এবং ১০গুণ পাতলা।
এই ম্যাকবুকে আপনি খুঁজে পাবেন একটিমাত্র থান্ডারভোল্ট ৩ ইউএসবি সি পোর্ট এবং ৩.৫ এমেম হেডফোন জ্যাক। থান্ডারভোল্ট ৩ পোর্টটিতে সাপোর্ট করবে এক্সটার্নাল ডিসপ্লে যা ৫কে রেজুলেশন ও ইজিপিইউ সাপোর্টেড।
একনজরে অ্যাপল ম্যাকবুক এয়ার ২০১৮ এর স্পেসিফিকেশন দেখে নেই –
- ৮ম প্রজন্মের ইন্টেল কোর আই ৫ প্রসেসর
- ৮/১৬ জিবি র্যাম
- ১২৮/২৫৬/৫১২ জিবি বা ১.৫ টেরাবাইট এসএসডি
- ১৩’৩ ইঞ্চ ডিসপ্লে যার রেজুলেশন ২৫০০X১৬০০
- ব্লুটুথ ৪.২ এবং ৮০২.১১এসি ওয়াইফাই
অ্যাপল দাবী করছে প্রায় ১২ ঘণ্টা ওয়েব ব্রাউজিং ও প্রায় ১৩ ঘণ্টা আইটিউন্স মুভি প্লেব্যাক দিবে এই ম্যাকবুকটি। এছাড়াও এটিতে আছে তৃতীয় প্রজন্মের বাটারফ্লাই কিবোর্ড, টাচ ট্র্যাকপ্যাড,ফেইসটাইম এইচডি ক্যামেরা,আরো জোরালো স্টেরো স্পিকার। এতে আরো আছে তিনটি মাইক,যার ফলে আপনার গলার আওয়াজ বুঝতে এর বেশি অসুবিধায় পড়তে হবে না।
এই তিনটি নতুন পণ্যই নভেম্বর মাসের ৭ তারিখ থেকে কিনতে পারবে আগ্রহী ক্রেতাসাধারণ। সর্বশেষ যে কোনো টেক আপডেট জানতে চোখ রাখুন এটিসি টোটোতে। শেয়ার করে জানিয়ে দিন টেক দুনিয়ার খবর।
No comments
Post a Comment