ICO Drops – Crypto Project Listings ICO Drops – Active & Upcoming Projects ...

কোন দিন কি কেউ কল্পনা করেছিল যে পৃথিবীর জন্য একটি কৃত্রিম চাঁদ বানানো হবে? সম্ভবত মানুষ কোন দিন চিন্তা করে দেখেনি। কিন্তু এই চিন্তার অবসান ঘটাতে যাচ্ছে চীন। তারা একটি কৃত্রিম চাঁদ উৎক্ষেপন করতে যাচ্ছে তাদের দেশে।
চাঁদ বছরের প্রতিরাতে প্রতিস্থানে আমাদের আলোকিত করতে যথেষ্ট আলো দেয়না। পৃথিবীর এই একমাত্র প্রাকৃতিক উপগ্রহের ধীর গতির জন্য তা স্থির থাকতে চায় না। সম্প্রতি চীনের ‘চেংদু সাইন্স এন্ড টেকনোলজি রিসার্চ ইন্সটিটিউট’ ঘোষণা করেছে যে তারা একটি কৃত্রিম চাঁদ উৎক্ষেপন করে সূর্যের আলো প্রতিফলন করে রাতে রাস্তাঘাট আলোকিত করে বিদ্যুতের উপর চাপ কমাবেন।
গত সপ্তাহে ‘চেংদু এরোস্পেস সাইন্স এন্ড টেকনোলজি মাইক্রোইলেকট্রনিক্স সিস্টেম রিসার্চ ইন্সটিটিউট’ এর চেয়ারম্যান উচুনফং ২০২০ সালে একটি “কৃত্রিম চাঁদ” চালু করার পরিকল্পনা ঘোষণা করেছিলেন। তিনি চীনের চেংদুতে অনুষ্ঠিত একটি জাতীয় গণপ্রবর্তন ও উদ্যোক্তা অনুষ্ঠানের বক্তব্যতে এই তথ্য জানান।
চুনফংয়ের মতে, এই কৃত্রিম চাঁদ প্রকৃত চাঁদের অপেক্ষা আট গুণ বেশি উজ্জ্বল হবে। তিনি জোর দিয়েছিলেন যে এটি “রাতের চাঁদের পরিপূরক” করার জন্য নকশা করা হয়েছে। এই কৃত্রিম উপগ্রহ ৫০ মাইল ব্যাসের একটি অঞ্চলকে আলোকিত করতে পারবে।
তার বক্তব্য অনুযায়ী চীনে একটি নির্দিষ্ট অঞ্চলের রাস্তা রাতে আলোকিত করতে যে পরিমান অর্থ ব্যয় হয় তার পরিমান প্রতিবছর প্রায় ১৭৩ মিলিয়ন মার্কিন ডলার। কৃত্রিম চাঁদের প্রভাবে দীর্ঘমেয়াদে বেচে যাবে অনেক টাকা।
অপরদিকে হার্বিন ইন্সটিটিউট অফ টেকনোলজির ইনস্টিটিউট অফ অপটিক্সের পরিচালক, কং ওয়েমিন কৃত্রিম আলোকে জ্যোতির্বিজ্ঞানের পর্যবেক্ষণকে বিরক্ত করবে বলে প্রতিক্রিয়া জানায়, কৃত্রিম চাঁদের আলো একটি উজ্জ্বল সন্ধ্যার সমতুল্য। এটি জৈবিক নিয়মের কোন ক্ষতি করতে যথেষ্ট নয়।
এই কৃত্রিম চাঁদ প্রকল্প বিজ্ঞান কল্পনার মত শোনালেও চীনের এই উদ্যোগের আগেও এমন প্রচেষ্টা করা হয়েছে। রাশিয়া এমন একটি প্রকল্প গ্রহন করেছিল আরো আগে। পৃথিবীতে সূর্যালোক প্রতিফলিত করার জন্য এটি মহাকাশযানের সাথে যুক্ত প্লাস্টিকের একটি পর্দাস্বরুপ ব্যবহার করেছিল রশিয়া। যদিও রাশিয়ান সরকার এ বিষয়ে সফলতা পায়নি। এখন শুধু অপেক্ষা কবে চীন তাদের কৃত্রিম চাঁদ উৎক্ষেপ করবে আর কবে চীনের চেংদু শহরের রাস্তা রাতে সেই কৃত্রিম চাঁদের আলোয় আলোকিত হবে।
আপনাদের এ বিষয়ে কিছু বলার থাকলে কমেন্ট সেকশানে জানিয়ে দিন। এটিসির সাথেই থাকবেন।
No comments
Post a Comment