ICO Drops – Crypto Project Listings ICO Drops – Active & Upcoming Projects ...
Settings
- Night Mode
Pinned Post
আজকের পোস্টের মূল বিষয় হচ্ছে কিভাবে লোকেশন ট্র্যাক করবেন ip address এর মাধ্যমে। আজকের সম্পূর্ণ পোস্ট কাজের তাই অযথা স্কিপ করে পড়বেন না। তবে...

আপনি যদি এই ফোরাম পোস্ট ই পড়ে কিছু না বুঝতে পারেন। তাহলে অবশ্যই আমার নিচে দেওয়া ভিডিওটি দেখে নিবেন, তারপর কমেন্ট করবেন। ভিডিও বা পোষ্ট না পড়ে অযথা হয়রানি মূলক কমেন্ট করবেন না।
আজকের পোস্টের সমস্যা কিছু পুঙ্খানুপুঙ্খভাবে বুঝতে অবশ্যই ভিডিও টি দেখুন।
তাহলে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করে দেওয়া যাক, আজকের পর্ব,কিভাবে লোকেশন ট্র্যাক করবেন।
লোকেশন ট্র্যাক করতে তিনটি বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে।
১.কিভাবে IP জেনারেট করব।
২.Ip দিয়ে কিভাবে লোকেশন ট্রাক করব।
৩.আপনি কেন এক্সাট লোকেশন বের করতে পারেন না।
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
১.কিভাবে IP জেনারেট করব।
Ip Generate করার জন্য বিভিন্ন সাইট রয়েছে ,যেখান থেকে IP জেনারেট করা যায়। কিন্তু আমরা আজকে একটি ওয়েবসাইটের সম্পর্কের কথা বলব, সেটি হচ্ছে ip logger➡এই লিংকে ক্লিক করুন।
→ ওয়েবসাইটের এড্রেস বারে যেকোনো কিছু লিখুন অথবা আপনার ইচ্ছামত একটি লিঙ্ক ক্রিয়েট করুন।

→ যে কোন ধরনের ওয়েব লিংক কপি করে নিন।


→ তারপর আপনি যার লোকেশন ট্র্যাক করতে চাচ্ছেন, তার কাছে সন্দেহহীন ভাবে থাকার জন্য গুগলে shortlink করেনিন।


তাহলে আপনি ip logger ওয়েবসাইটে এসে চক্ষু আইকনে ক্লিক করার পর তার আইপি এড্রেস টি দেখতে পাবেন।
আপনি তার আইপি এড্রেসটি এখান থেকে কপি করে নিন।

ব্যাস আমাদের ip জেনারেট করা হয়ে গেছে এখন আসি দ্বিতীয় স্টেপে।
২.Ip দিয়ে কিভাবে লোকেশন ট্রাক করব।আবারো একই কথা বলব আইপি দিয়ে লোকেশন ট্র্যাক করার জন্য ইন্টারনেটে অনেক সাইট রয়েছে। কিন্তু আমরা আইপি দিয়ে লোকেশন বের করার জন্য যে সাইট ব্যবহার করব সেটি হচ্ছে ip location ভিজিট করার জন্য→এই লিংকে ক্লিক করুন।

৩.আপনি কেন এক্সাট লোকেশন বের করতে পারেন না। আমার মনে হয়, আজকের পোষ্টের সবচেয়ে মূল্যবান পয়েন্ট যে কেন আপনি exact location বের করতে পারেন না।মূলকথা হলো যেখানে ইন্টারনেট ও ইউটিউবে হাজার হাজার টিউটোরিয়াল ও Post available সেখানে আপনি কেন exact location বের করতে পারেন না।
কেন হাজারো টিউটোরিয়াল আপনি দেখে বেড়াচ্ছেন, কেন লোকেশন ট্র্যাক করতে পারেন না। এর একটা বড় কারণ হলো আমরা যত ধরনের থার্ড পার্টি আপস বা ওয়েবসাইট ইউজ করি সেগুলো দিয়ে লোকেশন বের করা সম্ভব নয়। কিন্তু আমরা একটা আনুমানিক লোকেশন বের করতে পারি। যার আশেপাশে থাকতে পারে। কারণ শুধুমাত্র exact location বের করতে সিম কোম্পানিগুলোই পারবে,আমরা নই।
[বিঃদ্র: আপনি যার লোকেশন ট্র্যাক করতে চান সেই ব্যাক্তি যদি wifi use করে থাকে। তাহলে আপনি তার লোকেশান কখনোই ট্রাক করতে পারবেন না। কারণ wifi যারা ইউজ করে তাদের ip address u.s. আমেরিকার হয়ে থাকে।
তাই আপনারা যখন লোকেশন ট্র্যাক করেনন তখন আমেরিকার ip আসবে, এই আইপি দিয়ে যখন আপনি আইপি লোকেশন সার্চ দিবেন তখন আমেরিকার এরিয়া আপনাদের দেখাবে।
Read Also:
Most Popular Airdrop
-
চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে তাদের নতুন প্রসেসর নিয়ে কাজ করছে। সম্প্রতি কিরিন ৯৮০ প্রসেসরের সফলতার পর প্রতিষ্ঠানটি পরবর্তী চ...
-
Huawei Nova 2i (Bangladesh) has been an important release from Huawei at the end of 2017. It is more known as Huawei Mate 10 Lite in the gl...
-
হুয়াওয়ে ওয়াই নাইন ২০১৮ এর সাফল্যের পর এই বছর হুয়াওয়ে মোবাইল দেশের বাজারে উন্মোচিত করলো তাদের নতুন মিড-রেঞ্জার স্মার্টফোন হুয়াওয়ে ওয়াই নাইন...
-
ICO Drops – Crypto Project Listings ICO Drops – Active & Upcoming Projects ...
-
পিসিতে আমরা আমাদের প্রয়োজনীয় ফাইলগুলো সঞ্চয় করি তা যেখান থেকেই সংগ্রহ করতে হোক না কেন কিন্তু অনেক সময় দেখা যায় যে পিসি খুব স্লো ভাবে ফাইল ট্...
Footer Link
© - I'm ASHIK . All Rights Reserved Created by jagodesain.com : Muhammad Maki
No comments
Post a Comment